বগুড়ায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আরো পড়ুন

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে ৩৯ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক সম্রাট ওমর ফারুককে (৩৫) আটক করেছে পুলিশ। সে উপজেলার টেপাগাড়ী মধ্যপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। গত ১১ মার্চ গভীর রাতে পুলিশ টেপাগাড়ী গ্রামে অভিযান চালিয়ে মাদক সম্রাট ফারুক এর বাড়ির শয়ন কক্ষ থেকে ৩৯ ফেন্সিডিল উদ্ধার করে তাকে আটক থানায় নিয়ে আসে।

পুলিশ সূত্রে জানা যায়, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই ব্রুজে, এএসআই উজ্জ্বল, এএসআই ইস্রাফিল সহ ফোর্স উপজেলার টেপাগাড়ী গ্রামের মাদক সম্রাট ফারুক এর বাড়িতে অভিযান চালায়। এসময় তার শয়ন কক্ষে সবুজ ও সাদা রঙ্গের প্লাষ্টিকের ব্যাগের ভিতরে থাকা ভারতীয় আমদানী নিষিদ্ধ ৩৯ বোতল ফেন্সিডিল জব্দ করে। এসময় পুলিশ মাদক সম্রাট ওমর ফারুককে আটক করে থানা নিয়ে আসে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

মোস্তাকিম বিল্লাহ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ