ঝিকরগাছায় বাকপ্রতিবন্ধী শম্পার রহস্যজনক মৃত্যু

আরো পড়ুন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় শম্পা খাতুন (২০) নামের এক বাক-প্রতিবন্ধী মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮মার্চ) সকালে গলায় মশারি জড়ানো অবস্থায় খাটের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সে উপজেলার পানিসারা ইউনিয়নের চাঁপাতলা গ্রামের আশানুর রহমানের মেয়ে। পুলিশ বলছে নিহত শম্পার মাও মানষিক রোগী। নিহতের প্রতিবেশি অনিক জানান, প্রতিদিনের মত সোমবার রাতের খাওয়া শেষ করে শম্পা ঘুমাতে যায়। সকালে তার রুম থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত শম্পা কথা বলতে না পারলেও সুস্থ্য ছিল।

ঝিকরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, মঙ্গলবার সকালে বাক প্রতিবন্ধী শম্পার মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর শয়নকক্ষ থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, নিহত শম্পার মা মানষিক রোগী। এর আগেও মা মেয়ে দুজনে মারামারি করার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে রাতে এমন ঘটনার কারণেই শম্পার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে গলায় মশারি জড়ানো অবস্থায় খাটের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহালে নিহতের শরীরে নখের আঁচরসহ একাধিক ক্ষত দেখা গেছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

শিশির/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ