বাঘারপাড়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

আরো পড়ুন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: বাঘারপাড়ায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর ম্যুারালে উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। সোমবার (৭মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেন রনজিৎ কুমার রায় এমপি ।

এরপর ৭ মার্চের র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, ভাইস- চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান বিথিকা বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, মেয়র কামরুজ্জান বাচ্চু , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, রবিউল ইসলাম, বাবালু সাহা, আরিফুল ইসলাম তিব্বত, আমিনুর সরদার আসাদুজ্জামান মিন্টুসহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাগণ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার আ.ন.ম আবুজার গিফারি। অনুষ্ঠান শেষে ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন পর্যায়ের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার দেওয়া হয়।

সকাল দশটায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রনজিৎ কুমার রায় এমপি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দোহাকুলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অরুন অধিকারি, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার , আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ আজগর আলী, ইউপি চেয়ারম্যান আমিনুর সরদার, বাবলু কুমার সাহা রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হুসাইন নান্নু, প্রমুখ।

রাকিব হোসেন/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ