বিনোদন ডেস্ক: বর্তমান সময়ে ঢালিউডের ব্যস্ততম চিত্রনায়িকা শবনম বুবলী। সিনেমা-বিজ্ঞাপন; সবখানেই তার চাহিদা যেন আকাশ ছোঁয়া। বেশ কিছু সিনেমায় কাজ করছেন। স্বভাবতই ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যস্ত নায়িকা বুবলীকেই বলা হচ্ছে এখন। কাজের সংখ্যার পাশাপাশি মানেও তিনি বেশ মনযোগী। অনেকেই বুবলীর মাথাতেই দেখছেন ঢালিউড কুইনের মুকুট।
বছরের শুরুতে সুখবর দিয়েছিলেন তিনি। ‘মায়া’সহ কিছু সিনেমায় কাজের খবরও দেন বুবলী। এবার জানালেন, ‘লোকাল’ নামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমাটি পরিচালনা করবেন পরিচালক সাইফ চন্দন। প্রযোজনায় করছেন টাইগার মিডিয়া।
এবিষয়ে পরিচালক সাইফ চন্দন বলেন, আমার নতুন সিনেমা ‘লোকাল’-এ কাজ করছেন বুবলী। তার সঙ্গে চুক্তিও করা হয়েছে। এই সিনেমায় তাকে একজন সংগ্রামী নারী চরিত্রে দেখা যাবে। যে কিনা এলাকার নানা বাধা পেরিয়ে এক সময় নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। পরিচালক জানান, খুব দ্রুতই ছবিটির শুটিং শুরু হবে।
এদিকে সাইফ চন্দনের ‘কয়লা’ নামের সিনেমাতেও কাজ করছেন বুবলী। সেখানে তার নায়ক নিরব। ছবিটির শুটিং শেষের দিকে বলে জানান পরিচালক।
জাগো/এমআই

