জেলা প্রতিনিধি, বগুড়া: বগুড়ায় শেরপুরে মেয়েকে বিয়ে দিতে রাজী না হওয়ায় মেয়ের মাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
ছুরিকাঘাতে আহত নারী ওই গ্রামের সোলেমান আলীর স্ত্রী ছকিনা বেগম (৪৫)।
এ ঘটনায় রবিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ভবানীপুর ইউনিয়নের বেলগাড়ী গ্রামে এই ঘটনাটি ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, গত চারমাস আগে বিবাহ বিচ্ছেদের পরই শারনী আক্তারকে বিয়ে করার প্রস্তাব দেন পাশের সীমাবাড়ী ইউনিয়নের ধনকুন্ডি উত্তরপাড়া গ্রামের এজাব আলীর ছেলে সুজন মিয়া। কিন্তু ছেলেটি বখাটে হওয়ায় এই বিয়ের প্রস্তাব প্রত্যাখান করেন শারনী আক্তারের পরিবার। সেইসঙ্গে শারনী আক্তারের পূর্বের স্বামীর সঙ্গেই আবারো বিয়ে দেয়ার উদ্যোগ নেয়া হয়। এতে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে বখাটে সুজন ও তার লোকজন।
এদিকে ৬ মার্চ রাতে বেলগাড়ী গ্রামস্থ মাজারে ওরস মাহফিল চলছিল। সেখানে শারনীর পূর্বের স্বামী সাগর হোসেনকে ঘোরাঘুরি করতে দেখে তাকে আটকের জন্য ধাওয়া দেয় বখাটে সুজনের নেতৃত্বে ১৫-২০জন যুবক। এসময় প্রাণ বাঁচাতে সাগর তার সাবেক শ্বশুর বাড়িতে গিয়ে আশ্রয় নেন। কিন্তু সেখানেও হামলা চালায় ওইসব বখাটেরা। একপর্যায়ে সাগরকে বাঁচাতে তার সাবেক শাশুড়ী ছকিনা বেগম এগিয়ে এলে তার পেটে ছুরিকাঘাত করা হয়। এতে পেটের নাড়ি-ভুড়িও বের হয়ে পড়ে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
পরবর্তীতে স্থানীয়রা এসে গুরুতর আহত ওই নারীকে উদ্ধার করে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালে ভর্তি করে দেন।
হাসপাতাল সূত্র জানান, ওই নারীর পেটে ধারালো অস্ত্রের মাধ্যমে একাধিকবার আঘাত করা হয়েছে। এমনকি সেই আঘাতে পেটের ভেতর থেকে নাড়িও বের হয়ে আসে। তবে অস্ত্রোপ্রচার সফলভাবে সম্পন্ন হয়েছে। এরপরও তিনি শঙ্কামুক্ত নন।
সদর থানার অফিসার (তদন্ত) শফিকুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ঘটনাটির খবর পেয়েই পুলিশ পাঠানো হয়। ওই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া উক্ত ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

