সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় ফরুক হোসেন বাবু (৪৫) নামে একজন নিহত হয়েছে একই সাথে আহত হয়েছেন ৫ জন।
শনিবার (৫ মার্চ) দুপুরে সাতক্ষীরা-যশোর সড়কের তুজুলপুর বাজার এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
আহতরা সকলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে । আহতরা হল সদর উপজেলার রইচপুর গ্রামের মোকলেছুর রহমান (৩২), ছলেমান (৩৫), সুপারিঘাটা গ্রামের কার্ত্তিক দাস (৩৩), বাঙাল মোড় এলাকার ইসলাম সরদার (৫৫), বাকীদের নাম পরিচয় জানা যায়নি।
প্রতক্ষদর্শীরা জানায় , শ্যামনগর থেকে স্বপ্নীল নামে একটি পরিবহন রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে তুজুলপুর বাজারে আসলে বিপরীতদিক থেকে আসা একটি ইঞ্জিনভ্যানের সাথে সামনাসামনি ধাক্কা লেগে রাস্তার পাশের গাছের সঙ্গে পুনারায় ধাক্কা খায় পরিবহনটি। এসময় ইঞ্জিনভ্যানে থাকা আট যাত্রীর মধ্যে ছয়জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করে।
সাতক্ষীরা সদর থানার উপ পরিদর্শক(এস আই) ওসমান গণি জানান, নিহত যাত্রীর লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে তিনজনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা সকলে হাসপাতালে চিকিৎসাধীর রয়েছে। তবে এঘটনায় চালক বা হেলাপার কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
কিশোর কুমার /এমআই

