করোনার বন্ধে স্কুলের গাছ কেটে সাবাড়

আরো পড়ুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় হারুনর রশিদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। করোনার সময়ে স্কুল বন্ধ থাকা অবস্থায় এসব গাছ কেটে নেয়া হয়। বুধবার (২ মার্চ) সকালে স্কুল খুললে বিষয়টি নজরে আসে শিক্ষকদের।

তবে গাছ কাটার অভিযোগ অকপটে স্বীকার করলেও হারুনর রশিদের দাবি- গাছগুলো স্কুল কমিটি থেকে লিজ নিয়েছেন তিনি।

স্কুলের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, করোনা মহামারির সময় দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর বুধবার খুললে সকালে কর্মরত শিক্ষকরা স্কুলে গিয়ে দেখতে পান সামনের গাছগুলো কাটা পড়ে আছে।

স্কুলের প্রধান শিক্ষক লিখিত আকারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বরাবরে স্থানীয় হারুনর রশীদের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন।

স্কুলের প্রধান শিক্ষক অছিয়র রহমান বলেন, বুধবার সকালে স্কুলে এসে সামনের গাছগুলো কাটা অবস্থায় দেখে হতবাক হই। স্কুলের দফতরির মাধ্যমে জানতে পারি, স্থানীয় মৃত আলতাফ মিয়ার ছেলে হারুনর রশিদ গাছগুলো কেটেছে। এজন্য তাকে অভিযুক্ত করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছি। কাটা গাছগুলোর আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

সাতকানিয়া উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব স্কুলের গাছ কাটার ব্যাপারে একটি অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টির ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগটি ফরোয়ার্ড করেছি। স্কুলের দফতরিকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছি।

জাগো/এস

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ