ঝিকরগাছায় মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা অনুষ্ঠান

আরো পড়ুন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২মার্চ) সকালে পরিষদের মুক্তমঞ্চে উপজেলা পরিষদের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথিরা মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা ইতিহাস এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান নিয়ে আলোচনা করেন। আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর আলোচনা অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার যশোরের উপপরিচালক ও উপসচিব মো. হুসাইন শওকত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা ও লুবনা তাক্ষী।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান রশীদ, নাভারণ ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হক।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার কাজী নাজিব হাসান, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, সমাজসেবা কর্মকর্তা এএফএম ওয়াহিদুজ্জামান, বিআরডিবি কর্মকর্তা মাহমুদুল হাসান, প্রকল্প কর্মকর্তা আনিসুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমত আরা পারভীন, উপজেলা রিসোর্স ইনসট্রাক্টর নাজনীন সুলতানাসহ পরিষদের বিভিন্ন দপ্তরপ্রধান।

আরো উপস্থিত ছিলেন, গঙ্গানন্দপুর ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, মাগুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, নির্বাসখোলা ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান, গদখালী ইউপি চেয়ারম্যান শাহাজান আলী মোড়ল, বাঁকড়া ইউপি চেয়ারম্যান মাস্টার আনিস-উর-রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক। অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের উপরে মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন প্রশ্ন করা হয়৷ সেই প্রশ্নের সঠিক উত্তর দেয়া শিক্ষার্থী ও অন্যান্য অতিথিদের পুরস্কার দেয়া হয়।

শাহ জামাল শিশিরে/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ