শার্শা: যশোরের বেনাপোলে ১৪৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২ মার্চ) ভোরে বেনাপোল পোর্ট থানার শিকড়ী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার পুটখলী গ্রামের হাফিজুর রহমান (৩২) এবং শিকড়ী গ্রামের আব্দুস সাত্তার (৪২)।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিকড়ী আব্দুস সাত্তারের বাড়ি তল্লাশি করে আসামি আব্দুস সাত্তার ও হাফিজুর রহমানকে ১৪৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করা হয়। আটক দুই জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

