খুলনায় বেসরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে আহত ২

আরো পড়ুন

খুলনা প্রতিনিধি: খুলনায় বেসরকারি মনিপাল এএফসি (সাবেক ফরটিস) হাসপাতালে এসি বিস্ফোরণে দুই জন আহত হয়েছে। আশঙ্কজনক অবস্থায় তাদের উদ্ধার করে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার ( ২৬ ফেব্রারুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে খুলনা মনিপাল এএফসি হাসপাতালে ছয় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা হলো, টেকনেশিয়ান রাজু ও রনি।

এবিষয়ে সোনাডাঙ্গা থানার এসআই সুকান্ত দাশ জানান, রাত সাড়ে ১১ টার দিকে ওই হাসপাতালে বিকট শব্দে এসি বিস্ফোরিত হয়। শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। পরে হাসপাতাল থেকে ফোন দিলে তিনি ঘটনাস্থলে ছুটে যান। মারাত্মক আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এসি বিস্ফোরনের সংবাদ পেয়ে বয়রা ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

হাসপতাল কর্তৃপক্ষ জানান বিস্ফোরণের ঘটনায় হাসপতালের আনুমানিক একলাখ টাকার ক্ষতি হয়েছে।

নজরুলইসলাম/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ