সাতক্ষীরায় সদ্য নবজাতক সন্তানকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

আরো পড়ুন

সাতক্ষীরা: সাতক্ষীরার সদর উপজেলার খানপুরে এক মানসিক প্রতিবন্ধী যুবতীর সদ্য নবজাতক সন্তানকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তবে নিহতের পরিবারে দাবি, নবজাতক ওই সন্তান মৃত ছিল। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হলে মা মাছুরা খাতুনকে আটক করে পুলিশ।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরার খানপুর গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় নারী ইউপি সদস্য রুমা আক্তার বলেন, মানসিক প্রতিবন্ধী মাছুরা খাতুন গর্ভাবস্থায় তলপেট বড় হতে থাকায়, এলাকাবাসী কারণ জানতে চাইলে পেটে টিউমার বা অন্য সমস্যা বলে এড়িয়ে যেতেন ওই যুবতী ও তার পরিবারের সদস্যরা। এমতাবস্থায় দুপুরে প্রতিবেশীরা জানতে পারেন মানসিক প্রতিবন্ধী মাছুরা খাতুন একটি সন্তান প্রসব করেছেন।

ঘটনা জানার পর আমি ঘটনাস্থলে গিয়ে বাথরুম থেকে নবজাতকের লাশ উদ্ধার করি। এরপর ঘটনাটি থানা পুলিশকে জানাই।

মানসিক প্রতিবন্ধী মাছুরা বলেন, পাশ্ববর্তী পাড়ার এক ব্যাক্তি আমার সাথে অবৈধ মেলামেশা করার কারণে গর্ভে সন্তান আসে। আজ সকালে প্রসব হলে সেটি মৃত বলে দেখতে পাই।

এ বিষয়ে প্রতিবন্ধী মাছুরা খাতুনের মা জানান, আমার প্রতিবন্ধী কন্যা মৃত্যু সন্তান প্রসব করেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নবজাতকের মা মাছুরাকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ