জাগো বাংলাদেশ ডেস্ক: করোনার নতুন ধরন ওমিক্রনের দাপটে বন্ধ হওয়ার পর আবার স্কুলে ফিরলো শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দেশের স্কুল-কলেজ খুলে দিলে সকাল থেকেই শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সবার মধ্যেই ছিলো খুশির ঝিলিক।
তবে স্কুলগুলোর যেসব শিক্ষার্থী করোনা সংক্রমণ প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে, তারাই কেবল শ্রেণিকক্ষে ফিরতে পেরেছে। বাকিদের ক্লাস হবে অনলাইনে।
সকালে রাজধানীর রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের টিকা কার্ড হাতে নিয়ে লাইন ধরে স্কুলে প্রবেশ করেতে দেখযা যায়। টিকা কার্ড দেখার পাশাপাশি তাদের তাপমাত্রাও পরীক্ষা করা হয় স্কুলে গেইটে। এর পর শিক্ষার্থীরা নিজ নিজ শ্রেণিকক্ষের নির্ধারিত আসনে গিয়ে বসে। এ সময় সবার মুখে ছিলো মাস্ক।
রাজধানীর মগবাজার এলাকার ইস্পাহানি বালিকা বিদ্যালয়ে দেখা গেছে একই চিত্র। সেখানে শিক্ষার্থীরা মাস্ক পরে ও অন্য সব স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে ফিরেছে।
জাগোবাংলাদেশ/এমআই

