যশোরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ, প্রাণ গেলো বৃদ্ধের

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক: যশোরে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধের চার দিন পর সুরুজ মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি জেলার চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঁদবিলা গ্রামের বাসিন্দা।

রবিবার রাত সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেলের শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শামিম আক্তার বলেন, বুধবার ভোরে তিনি আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হন।

স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা পরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বঙ্গবন্ধু মেডিকেলের শেখ হাসিনা বার্ণ ইউনিটে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ