নিজস্ব প্রতিবেদক: যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে কেউ মারা যাননি। তৃতীয় ঢেউ শুরুর পর এই প্রথম করোনায় মৃত্যু শূন্য দিন গেলো যশোরে।
তবে, এদিন (১৬ ফেব্রুয়ারি) নতুন করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে ১০৩ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
হাসপাতালের উপ সেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম জানান, গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন করোনা আক্রান্ত বা উপসর্গে কেউই মারা যাননি। বর্তমানে হাসপাতালের রেড জোনে ১১ জন ও ইয়েলো জোনে ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
জাগোবাংলাদেশ/এমআই

