১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস ঘোষনার দাবীতে মানববন্ধন

আরো পড়ুন

সাতক্ষীরা প্রতিনিধি: ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ‘সুন্দরবনকে ভালোবাসি’ স্লোগানে সুন্দরবন দিবস উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা শহরে শ্যামনগর ও তালায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় সংগঠনটির দাবির সাথে সংহতি প্রকাশ করে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স, সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন ও সুন্দরবন প্রেসক্লাবসহ উপকূলীয় অঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ ।মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে জেলার বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।

ইয়ুথ টিমের সভাপতি জান্নাতুল নাঈমের সভাপতিত্বে ও মমিনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব ফোরামের সভাপতি সাগর কুমার মন্ডল, ইয়ুথ টিমের সাধারণ সম্পাদক বাদশা ওয়ালিদ, লিডার্সের কর্মকর্তা পরিতোষ মন্ডল, সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশনের শাহিন সিরাজ, জলবায়ু পরিষদের রনজিত বর্মন, সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিলাল হোসেন প্রমূখ।

এসময় বক্তারা ১৪ ফেব্রুয়ারিকে জাতীয় সুন্দরবন দিবস ঘোষণার আহ্বান জানিয়ে বলেন, সুন্দরবনের টিকে থাকার ওপর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বেঁচে থাকা, অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধি বহুলাংশে নির্ভরশীল। সুন্দরবন উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক সুরক্ষাকবচ। তাই যেকোনো মূল্যে আমাদের প্রাকৃতিক এই সুরক্ষাকবচকে বাঁচিয়ে রাখতে হবে। সেই সঙ্গে সুন্দরবনের ক্ষতি হয়, এমন কর্মকান্ড থেকে সরে আসাতে হবে সকলকে । সবশেষে ১৪ ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস হিসাবে রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি দানের জন্য আহবান জানান তারা।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ