বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হলেন হাবিবুর রহমান

আরো পড়ুন

ঢাকা অফিস: বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ পেয়েছেন হাবিবুর রহমান।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) তাকে এই পদে নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়েছে, নির্বাহী পরিচালক হাবিবুর রহমানকে প্রধান অর্থনীতিবিদ পদের দায়িত্বসহ গভর্নর কর্তৃক সময়ে সময়ে আরোপিত অন্যান্য দায়িত্ব পালনের শর্তে নিয়োগ দেয়া হলো।

বাংলাদেশ ব্যাংক গত এক দশক ধরে প্রধান অর্থনীতিবিদ পদে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী বাংলাদেশি নাগরিকদেরই নিয়োগ দিয়ে আসছিল। কিন্তু দীর্ঘদিন পর কেন্দ্রীয় ব্যাংকের ভেতর থেকেই একজনকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়া হলো।

২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের দায়িত্ব পালন করেন বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ হাসান জামান। তিনি বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের জ্যেষ্ঠ উপদেষ্টা। ২০১৬ সাল পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকে প্রধান অর্থনীতিবিদ ছিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কোর্টল্যান্ডের স্টেট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক বিরূপাক্ষ পাল।

এর পর আইএমএফের অর্থনীতিবিদ ফয়সাল আহমেদকে প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। ২০১৯ সালের জানুয়ারিতে তিনি পদ ছেড়ে দিলে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক হাবিবুর রহমানকে প্রধান অর্থনীতিবিদের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়। তখন থেকে তিনিই এ দায়িত্ব পালন করে আসছিলেন।

করোনার মধ্যে সময় মতো বিভিন্ন উদ্যোগ ও নীতি গ্রহণের কারণে এখন তাকেই পূর্ণাঙ্গ প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

হাবিবুর রহমান ১৯৯০ সালে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি কেন্দ্রীয় ব্যিাংকের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন। একজন সিনিয়র রিসার্চ ইকোনমিস্ট হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন হাবিবুর রহমান। পরে তিনি ফলিত অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের ইস্টার্ন মিশিগান এবং ওয়েস্টার্ন মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ