ডেস্ক রিপোর্ট: ফেসবুকে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে কুমিল্লায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর শিদলাই গ্রামে নিজ বাড়ি থেকে রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ২৮ বছর বয়সী আরিফুল ইসলাম ও ২০ বছর বয়সী রাকিবুল ইসলামকে গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপেল্লা রাজু নাহা সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, শনিবার রাত ১১টার দিকে আরিফুল ও রাকিবুল তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মহানবীকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বলেন, যখন উত্তেজনা বাড়ছিল তখন কৌশলে ওই দুই যুবককে ডেকে এনে পুলিশের কাছে হস্তান্তর করি। এতে স্থানীয়রা শান্ত হয়।
রবিবার সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া থানায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ওই দুই জনের নামে মামলা করেন শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম।
তিনি বলেন, রাষ্ট্র ও এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য আমি নিজে বাদী হয়ে মামলা করেছি।
ওসি জানান, সোমবার দুপুরের দিকে দুজনকে আদালতে তোলা হবে।

