নিজস্ব প্রতিবেদক: এইচএসসিতে যশোর শিক্ষাবোর্ডে এবার শতভাগ পাসের হারের প্রতিষ্ঠানের সংখ্যা অনেক বেড়েছে, আর শূন্যভাগ পাসের হার নেই একটি প্রতিষ্ঠানেও।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবছর (২০২১ সালের পরীক্ষা) শতভাগ পাস করেছে ১১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। ২০১৯ সালে এই সংখ্যা ছিলো ১৮ এবং ১৮ সালে এই সংখ্যা ছিলো ৩৮।
অন্যদিকে, শূন্যভাগ পাসের হারের লজ্জাজনক রেকর্ড নেই কোনো প্রতিষ্ঠানের। ১৯ সালেও এই সংখ্যা শূন্য ছিলো। তবে ১৮ সালে এই সংখ্যা ছিলো দু’টি।
যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, সব প্রতিষ্ঠানই আন্তরিক হওয়ায় শূন্যভাগ পাসের হারের প্রতিষ্ঠান নেই। বেড়েছে শতভাগ পাসের প্রতিষ্ঠানও।

