হিজাব পরা মেয়েই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে: আসাদউদ্দিন ওয়েইসি

আরো পড়ুন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কর্নাটকের শিক্ষাঙ্গনে হিজাব নিয়ে চলা বিতর্কের আঁচ লেগেছে বিশ্বব্যাপী। এই প্রেক্ষিতে অল ইন্ডিয়া মজলিশ-এ ইত্তেহাদুল মুসলিমীন বা মিম দলের প্রধান আসাদউদ্দিন ওয়েইসির মন্তব্য, হিজাব পরা মেয়েই এক দিন ভারতের প্রধানমন্ত্রী হবেন।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সংসদ সদস্য আসাদউদ্দিন নেটমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন।

সেখানে তাকে বলতে শোনা যায়, হিজাব পরা মহিলা কলেজে যাবেন, জেলা কালেক্টর হবেন, জেলা শাসক, চিকিৎসক, ব্যবসায়ী ইত্যাদি হবেন।

সভায় উপস্থিত একঝাঁক মানুষের উদ্দেশে আসাদউদ্দিনকে বলতে শোনা যায়, যদি আমাদের মেয়েরা হিজাব পরতে চায়, তাদের বাবা-মায়েরা সমর্থন করবেন, তার পর দেখি কে আটকায়।

তারপর যোগ করেন, তখন আমি হয়তো বেঁচে থাকবো না, কিন্তু আমার কথা মনে রাখুন, এক দিন হিজাব পরা মেয়ে ভারতের প্রধানমন্ত্রী হবেন।

এ নিয়ে তার কাছে বিশদে প্রতিক্রিয়া নিতে গেলে সংবাদমাধ্যমের সামনে আর কিছু বলতে চাননি ওয়েইসি।

প্রসঙ্গত, কর্নাটকে উদুপি-তে মুসলমান ছাত্রীরা হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবেন না, এই নির্দেশ নিয়ে শুরু হয় বিতর্ক। অন্য দিকে, কর্নাটকের স্কুল-কলেজের সেই আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা গড়িয়েছে। এই বিতর্কে সম্প্রতি মন্তব্য করেছেন সমাজবাদী পার্টির নেত্রী রুবিনা খাতুন। অখিলেশের দলের নেত্রীর দাবি, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম অঙ্গ মেয়েদের ঘোমটা এবং হিজাব। কিন্তু তা নিয়ে যে ভাবে রাজনীতি করা হচ্ছে, তা ঘৃণ্য। তারপর এসপি নেত্রীর হুঙ্কার দেন, যে হাত হিজাব ছোঁয়ার চেষ্টা করবে, সে হাত কেটে ফেলা হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ