ডেস্ক রিপোর্ট: যশোরের চৌগাছায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৯ জনসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত ১১ জনকে গ্রেফতার করেছে চৌগাছা থানা পুলিশ।
শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, পরোয়ানাভুক্ত পুড়াপড়া গ্রামের সুন্দরী রাণি সরদার (৬০), নিরালা রাণি সরদার (৫৫), জরি রাণি সরদার (৪৭), দশপাকিয়া গ্রামের মিন্টু আলী, খড়িঞ্চা গ্রামের হাবিবুর রহমান, স্বরূপপুর গ্রামের জালিকা রাণি দাস (৬০), শ্রী নারায়ণ (৩৫), চান্দা গ্রামের বিপুল মন্ডল।
এছাড়া আন্দুলিয়া গ্রামের কামাল হোসেনকে (৩৫) ২০ বোতল ফেনসিডিল, দিঘলসিংহা গ্রামের মাদক ব্যবসায়ী আরিফ হোসেনের ছেলে রাকিব হোসেনকে (১৬) তিন বোতল ফেনসিডিল এবং পাতিবিলা সাজেদুল ইসলাম বিষুকে গাঁজাসহ গ্রেফতার করে থানা পুলিশ।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, মাদকসহ উদ্ধার তিনজনের নামে আলাদা মাদক মামলা হয়েছে। তাদেরকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে এবং পরোয়ানাভুক্তদের রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

