নিজস্ব প্রতিবেদক: যশোরে ব্যতিক্রমী আয়োজনে দিনব্যাপী ‘মানসিক স্বাস্থ্য বিষয়ক হেল্থ ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ইনোভেশন ফর ওলেবিং ফাউন্ডেশন’র আয়োজনে অনুষ্ঠিত হেল্থ ক্যাম্পটির উদ্বোধন করেন যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মুনিম লিংকন। ক্যাম্প আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, সংস্থাটির পরিচালক (কার্যক্রম) ফাতেমা পারভীন পুতুল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার এ.কে.এম গোলাম আজম, জেলা প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আদনান ইমতিয়াজ, জেলা এনজিও সমন্বয়কারী শাহজাহান নান্নু, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন, আইডবিøউএফ’র যশোর প্রতিনিধি পারুল আক্তার।
হেল্থ ক্যাম্পটি পরিচালনা করেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা. আনোয়ার হোসেন ও ইনোভেশন ফর ওলেবিং ফাউন্ডেশন’র কনসালটেন্ট সাইকোলজিস্ট মালিহা আহমেদ। হেল্থ ক্যাম্পের মাধ্যমে মোট ৩৬ জনকে চিকিৎসা সেবা দেয়া হয়। যাদের মধ্যে ১১ জন নারী ও ২৫ জন পুরুষ।

