চুয়াডাঙ্গায় সিরিজ বোমা হামলা মামলার আসামির যাবজ্জীবন

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গায় সিরিজ বোমা হামলা মামলার অন্যতম আসামি শায়খুল ইসলাম সাইফুল ওরফে রাকিবকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (২য়) বিচারক লুৎফর রহমান শিশির এ রায় প্রদান করেন। রায়ের পর কড়া নিরাপত্তায় আদালত চত্বর থেকে তাকে কারাগারে নেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত শায়খুল ইসলাম সাইফুল ওরফে রাকিব বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার পঞ্চকরণ গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলা চালানো হয়। চুয়াডাঙ্গায় চালানো সে সিরিজ বোমা হামলায় অংশ নেয় শায়খুল ইসলাম সাইফুল ওরফে রাকিব। এরপর চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার অন্যতম শায়খুল ইসলামকে ২০০৬ সালের ২৭ আগস্ট গ্রেফতার করে পুলিশ।

প্রথমে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন সদর থানার এসআই আব্দুল মোতালেব। পরে ওই মামলাটি তদন্ত করে দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন জেলা গোয়েন্দা শাখার তৎকালীন এসআই কামরুজ্জামান খান।

২০০৭ সালের ৮ মার্চ আদালতে চার্জশিট দিলে ১৮ জনের সাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার মামলার আসামি শায়খুল ইসলাম সাইফুল ওরফে রাকিবকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। মামলাটির রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন এপিপি গিয়াসউদ্দিন।

আসামির উপস্থিতিতে রায় প্রদান করা হয়। এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামি শায়খুলকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেয়া হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ