ট্রাম্পকে ‘প্রেমপত্র’ পাঠিয়েছিলেন কিম

আরো পড়ুন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপনকেন্দ্র ‘মার-এ-লাগো’ থেকে কয়েক বাক্স নথিপত্র উদ্ধার করেছে দেশটির ন্যাশনাল আর্কাইভ। সেই নথিতে পাওয়া গেছে ট্রাম্পকে লেখা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কয়েকটি ‘প্রেমপত্র’। স্থানীয় সময় সোমবার (৭ ফেব্রুয়ারি) ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে প্রকাশ করে এ তথ্য।

বাক্সের মধ্যে কিম জং উনের চিঠিও অন্তর্ভুক্ত ছিল, যেটিকে ট্রাম্প একবার ‘প্রেমপত্র’ হিসেবে বর্ণনাও করেছিলেন। সেখানে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার উত্তরসূরির জন্য রেখে যাওয়া একটি চিঠিও পাওয়া গেছে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সাবেক একজন সহযোগী বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের কাছে যাওয়া ওই চিঠিপত্রের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। বাক্সে স্মারক, উপহার, বিশ্ব নেতাদের চিঠি এবং অন্যান্য চিঠিপত্র রয়েছে বলেও জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্টরা ঐতিহ্যগতভাবে তাদের ওভাল অফিসের উত্তরসূরির জন্য একটি নোট রেখে যান। তার কাছ থেকে নির্বাচন চুরি করা হয়েছে দাবি করা সত্ত্বেও, ট্রাম্প জো বাইডেনের জন্য একটি নোট রেখে গেছেন। যেটিকে বর্তমান প্রেসিডেন্ট বাইডেন খুব উদার মনের ও ব্যক্তিগত বলে অভিহিত করেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ