খুলনায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরো পড়ুন

জাগো বাংলাদেশ ডেস্ক: খুলনায় পল্লবী মণ্ডল (২৪) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে ডুমুরিয়া উপজেলায় নানা বাড়িতে গলায় ফাঁস নেয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানা পুলিশের ওসি ওবায়দুর রহমান।

তিনি বলেন, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পল্লবী মণ্ডলের বাড়ি ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নে। তিনি তার নানার বাড়িতে বসবাস করতেন। গত রাতে নানির সঙ্গেই ঘুমিয়ে পড়েন। কিন্তু ভোরে ঘুম ভেঙে নানি তাকে বিছানায় পাননি। পরে বের হয়ে রান্না ঘরে আড়ার সঙ্গে ওড়নায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।

তিনি আরো বলেন- পরিবারের সদস্যরা জানিয়েছেন, পল্লবী এর মধ্যে পড়ে যেয়ে মাথায় ব্যথা পেয়েছিলেন। এরপর থেকে মানসিক অস্থিরতার মধ্যে ছিলেন তিনি। তবে লেখাপড়া সংক্রান্ত কোনো সমস্যা ছিলো বলে কেউ বলেনি। প্রাথমিক তদন্তে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তার চাচাত ভাই উজ্জ্বল থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ