জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কমিশনের সভাপতি হলো বাংলাদেশ

আরো পড়ুন

ঢাকা অফিস: জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা সর্বসম্মতিক্রমে জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠা কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) পিবিসির চেয়ার ও ভাইস-চেয়ারদের নির্বাচন অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত ফাতিমা হলেন পিবিসির প্রথম নারী সভাপতি।

জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কমিশনের প্রেসিডেন্ট প্রার্থী বাংলাদেশ জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কমিশনের প্রেসিডেন্ট প্রার্থী বাংলাদেশ পিস বিল্ডিং কমিশন (পিবিসি) একটি আন্তঃসরকারি উপদেষ্টা সংস্থা যা সংঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে। যাতে সংঘাতের পুনরাবৃত্তি রোধ করা যায় এবং অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায়।

৩১ সদস্য নিয়ে জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কমিশন গঠিত। মূলত জাতিসংঘের সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ এবং অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের সদস্য রাষ্ট্রকে নির্বাচিত করে থাকে। বিশেষ করে জাতিসংঘের শান্তিরক্ষায় বড় অর্থায়নকারী দেশগুলো এবং যেসব দেশ জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাহিনী দিয়ে অংশগ্রহণ করে থাকে মূলত তারাই এর সদস্য।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ