যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত স্কুলছাত্র

আরো পড়ুন

জাগো বাংলাদেশ ডেস্ক: যশোরে তহিদুল ইসলাম তোহা (১৭) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল পোনে ১০টার দিকে শহরের কালেক্টরেট চত্বরে এই ঘটনা ঘটে। তাকে যশোর জেনারেল হাসপাতালের ভর্তি করা হয়েছে।

আহত তোহা যশোর সদর উপজেলার পাচবাড়িয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে এবং বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

তোহা জানায়, সে সকালে যশোর কালেক্টরেট চত্বর দিয়ে যাচ্ছিলো। এসময় দুইজন তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, তোহার বাম পায়ে ছুরিকাঘাত করা হয়েছে। তবে সে এখন শঙ্কামুক্ত।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ