জাগো বাংলাদেশ ডেস্ক: কুষ্টিয়ার মিরপুরের বলিদাপাড়ায় গভীর রাতে চোর সন্দেহে গণপিটুনিতে নিশান (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গণপিটুনিতে জয়নাল (৩৫) নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন। আহত জয়নাল মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
সোমবার (৩১ জানুয়ারি) ভোরে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ও অহত দুইজনই কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরের দিকে কয়েকজন চোর ওই গ্রামে ভ্যান চুরি করতে যান। ভ্যান চুরির সময়ে স্থানীয় গ্রামের লোকজন বিষয়টি দেখতে পেলে তাদেরক ধাওয়া করে। এ সময় কয়েকজন চোর দৌড়ে পালিয়ে গেলেও দুইজন চোর জনতার হাতে ধরা পড়ে।
এক পর্যায়ে জনতার গণপিটুনিতে ঘটনাস্থলে নিশান নামে এক চোরের মৃত্যু হয় এবং জয়নাল গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
স্থানীয়রা পুলিশ খরব দিলে ঘটনাস্থলে পুলিশ এসে জয়নালকে উদ্ধার করে চিকিৎসার জন্য মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং নিহত নিশানকে ময়নাতদন্তের জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জাগোবাংলাদেশ/এমআই

