নিজস্ব প্রতিবেদক: যশোরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গে দুই জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক জন করোনায় ও একজন উপেসর্গে মারা গেছেন। এনিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫২০ জনে।
একই সময়ে যশোরে ৩১৭ জনের নমুনা পরীক্ষা করে ১১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ৯৬৫ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩৬ দশমিক ২৩ শতাংশ।
সোমবার (৩১ জানুয়ারি) যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
জাগোবাংলাদেশ/এসএ

