ডেস্ক রিপোর্ট: আরো একটি বেসরকারি কলেজ সরকারি করা হয়েছে। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ‘ভেড়ামারা কলেজ’ সরকারি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি)।
রবিবার (৩০ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রতিষ্ঠানটি সরকারি করে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রতিষ্ঠানটি সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮ আলোকে সরকারি করা হয়েছে। ৩০ জানুয়ারি প্রতিষ্ঠানটি সরকারি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হলেও ২৬ জানুয়ারি থেকে প্রতিষ্ঠানটি সরকারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

