ডেস্ক রিপোর্ট: যশোরের বেনাপোল স্থলবন্দরে ১নং গেটের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুমাইয়া (১৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রবিবার (৩০ জানুয়ারি) দুপুরে ব্যাটারিচালিত ভ্যান থেকে পড়ে গিয়ে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান। এ সময় ড্রাইভারসহ ট্রাকটি আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে থানার ডিউটি অফিসার জানান, বেনাপোল স্থলবন্দরের ১ নং গেইটের সামনে পাঁকা রাস্তর উপর থাকা একটি ট্রাক পিছনে ফেরার সময় একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যান ট্রাকের পিছনের চাকায় এসে আঘাত করে। তখন ভ্যানে থাকা মহিলা যাত্রী সুমাইয়া আক্তার (১৯) চাকায় নিচে পড়ে গুরুতর আহত হন। পরবর্তীতে চিকিৎসার জন্য দ্রুত নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডা. তাকে মৃত বলে ঘোষণা করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাক ও ট্রাকের চালককে আটক করে।

