পাবনায় দেবরকে বিয়ের দাবিতে আমরণ অনশনে ভাবি!

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: পাবনার সাঁথিয়ায় দেবরকে বিয়ের দাবিতে আমরণ অনশন করছেন ভাবি। উপজেলার করমজা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আফড়া হিন্দু পাড়া গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ভাবির (৩৫) দাবি, দেবরের সঙ্গে তার ১৫ বছরের সম্পর্ক। বিয়ের পর থেকেই পরকিয়া সম্পর্কে জড়ান তিনি।

এতোদিন বিয়ের আশ্বাস দিয়ে এসেছে দেবর। কিন্তু এখন সে অন্য জায়গায় বিয়ে করতে চাইলে ভাবি তার ঘরে এসে অনশন করছে।

বুধবার সন্ধ্যা ৬ টা থেকে তিনি অনশন করছেন। ভাবির দাবি, তাকে বিয়ে না করলে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবেন একইসঙ্গে তিনি আইনের আশ্রয়প্রার্থী। ভাবি আরো জানান, তাকে বিয়ে করবে বলে মসজিদে গিয়ে কোরআন মাথায় নিয়ে শপথও করেছেন দেবর।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ওই ভাবি ২ সন্তানের জননী। তিনি স্বামীর আপন ছোট ভাইকে প্রেমিক দাবি করে এই আমরণ অনশন শুরু করে।

এ ব্যাপারে মুঠোফোনে প্রেমিক দেবরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভাবির সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। সে আমার বিয়ের কথা শুনে ষড়যন্ত্র করে আমার বিয়ে ভেঙে দেয়ার চেষ্টা করছে। এর আগেও আমার দুই তিনটা বিয়ে ভেঙে দিয়েছে আমার ভাবি।

এ বিষয়ে করমজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন আলী বাগচীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি উক্ত ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ