ঝিনাইদহে ট্রাকচাপায় নিহত কলেজ শিক্ষক

আরো পড়ুন

জাগো বাংলাদেশ ডেস্ক: ঝিনাইদহ জেলা সদর উপজেলার গোপালপুর সড়কের মাধবপুর পশু হাটের পাশে ট্রাকচাপায় মহিদুল ইসলাম (৫০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গান্না-গোপালপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিদুল ইসলাম পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামের বাসিন্দা ও গান্না আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রি কলেজের সমাজ কল্যাণ বিভাগের শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানায়, দুপুরে কলেজ থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মহিদুল ইসলাম। পথে গান্না-গোপালপুর সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝিনাইদহ বেতাই পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রফিুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ