আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৩৯ জন নিখোঁজ রয়েছেন। তাঁদের সন্ধানে মার্কিন উপকূলরক্ষীরা (কোস্টগার্ড) তল্লাশি অভিযান শুরু করেছেন। চরম ঝুঁকি নিয়ে মানব পাচার করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষীরা এসব কথা জানিয়েছেন।
ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট পিয়ের্স শহর থেকে ৭২ কিলোমিটার দূরে খারাপ আবহাওয়ার কবলে পড়ে নৌকাটি। সমুদ্রের উপকূলে ডুবন্ত একটি নৌকার উঁচু অংশের ওপর থেকে জেলেরা এক ব্যক্তিকে উদ্ধারের পর কোস্টগার্ডকে ঘটনাটি সম্পর্কে অবহিত করেন।
ডুবন্ত নৌকা থেকে উদ্ধার হওয়া ওই ব্যক্তি জানান, নৌকাটি গত শনিবার রাতে ক্যারিবীয় অঞ্চলের দেশ বাহামাসের বিমিনি ছেড়ে যায়। পরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে সেটি ডুবে যায়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে টুইট করে জানানো হয়, এটা মানবপাচারের ঘটনা বলে সন্দেহ করা হচ্ছে।
হাইতি, ডোমিনিকান রিপাবলিক, কিউবা, বাহামা থেকে প্রায়ই যুক্তরাষ্ট্রে আসার চেষ্টা করেন অভিবাসনপ্রত্যাশীরা। যুক্তরাষ্ট্রের জলসীমায় তাদের দেখলে কোস্ট গার্ড সঙ্গে সঙ্গে ফেরত পাঠায়।
কোস্ট গার্ড জানায়, গত সপ্তাহে তারা একটি নৌকায় তল্লাশি চালায়। সেই নৌকায় ৮৮ জন হাইতির মানুষ ছিলেন। তারা যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে ঢুকতে চায়েছিলেন বলেও জানানো হয়।
জাগোবাংলাদেশ/এমআই

