এবার ‘লাইগার’ সিনেমার আইটেম গানে ঝড় তুলবেন সামান্থা

আরো পড়ুন

বিনোদন ডেস্ক: দক্ষিণী অভিনেত্রী সামান্থা প্রভু ‘পুষ্পা: দ্য রাইজ’ নামের নতুন ছবির ‘ও অন্তাভা’ শিরোনামের একটি আইটেম পারফর্ম গানে ঝড় তুলেছেন। গানটির জন্য পাঁচ কোটি টাকা পারিশ্রমিক হাঁকিয়েছেন লাস্যময়ী এ অভিনেত্রী। এরইমধ্যে অন্তর্জালে সামান্থার ড্যান্স ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, প্রথমে নাকি আইটেম গানে নাচতে রাজি হননি সামান্থা। পরে অল্লু অর্জুনের কথাতেই রাজি হন তিনি।

বলিউডের প্রভাবশালী প্রযোজক করণ জোহরের ‘লাইগার’ নামের নতুন ছবিতেও নাকি স্পেশাল আইটেম গার্ল হতে পারেন সামান্থা। সেখানে লাইগারের নায়ক বিজয় দেভরাকোন্ডা থাকবেন সামান্থার সঙ্গে।

‘লাইগার’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে অভিনেতা বিজয়ের। ছবির পরিচালক পুরী জগন্নাথ ও সহ-প্রযোজক চার্মে কৌর চাইছেন, সামান্থা আইটেম গানটি করুক। যদিও এখনো সেটি পাকাপাকি হয়নি। অ্যাকশন ধাঁচের এ ছবিতে বিজয়ের নায়িকা হিসেবে থাকবেন অনন্যা পান্ডে।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ