লঙ্কান পেস বোলিং কোচ হচ্ছেন মালিঙ্গা

আরো পড়ুন

স্পোর্টস ডেস্ক: লঙ্কান কিংবদন্তি পেস বলার লাসিথ মালিঙ্গা আগামী মাসে অস্ট্রেলিয়া সফরের জন্য শ্রীলঙ্কার ফাস্ট বোলিং কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন,এমন খবর লঙ্কান গণমাধ্যমে এসেছে ।

সামনে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সবকিছু বিবেচনায় শ্রীলঙ্কার হাইপ্রোফাইল ক্রিকেট উপদেষ্টা কমিটি মালিঙ্গাকে পরামর্শদাতা কোচ হিসেবে নিয়োগের জন্য শ্রীলঙ্কা ক্রিকেটের কার্যনির্বাহী কমিটির কাছে সুপারিশ করেছে।

আসন্ন সফরে অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টিতে ৩৯০ উইকেটের মালিক এবং এই ফরমেটের বিশ্বকাপজয়ী অধিনায়ক দলকে নানাভাবে সহায়তা করতে পারবেন, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে লঙ্কান কিংবদন্তি পেসারের অন্তর্ভূক্তি নাকি কেবল মাহেলা জয়াবর্ধনের একক প্রভাবেই হয়েছে, এমন খবর বেরিয়েছে দ্বীপ দেশটির গণমাধ্যম ‘দ্য আইল্যান্ড’-এ।

আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ মাহেলার সঙ্গে বোলার মালিঙ্গার অনেক ভালো সম্পর্ক, সেই সুবাদেই নাকি পেস বোলিং কোচের পদে তার নামটি সামনে এসেছে।

অথচ লঙ্কান ক্রিকেটের কিংবদন্তিদের অনেকেই মালিঙ্গাকে পছন্দ করেন না। খেলোয়াড়ি জীবনে ড্রেসিংরুমে সবচেয়ে অপছন্দের ব্যক্তি ছিলেন এই পেসার। শ্রীলঙ্কার অনেক অধিনায়ক তার আচরণ নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

এমনকি অভিযোগ আছে, অধিনায়ককে নিষেধাজ্ঞায় ফেলার জন্য মালিঙ্গা ইচ্ছে করে স্লো ওভার রেট করার চেষ্টা করতেন। দাবি করেছে ‘দ্য আইল্যান্ড’।

এজন্য লঙ্কন ক্রিকেট উপদেষ্টা কমিটির কুমার সাঙ্গাকারা, অরবিন্দ ডি সিলভা এবং মুত্তিয়া মুরালিধরন নাকি মালিঙ্কাকে ফাস্ট বোলিং কোচ করার পক্ষে নন।

তবে জয়াবর্ধনের কথাকেই বেশি গুরুত্ব দিচ্ছে লঙ্কান বোর্ড। কেননা অস্ট্রেলিয়া সফরে উপদেষ্টা কোচ হিসেবে দলের সঙ্গে যাচ্ছেন কিংবদন্তি এই ব্যাটারই।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ