আদিয়ান মার্টের কার্যালয় ও মালিকের বাড়িতে গ্রাহকদের তালা

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: পাওনা টাকার দাবিতে ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের কার্যালয় ও মালিকের বাড়িতে তালা ঝুলিয়েছেন বিক্ষুব্ধ গ্রাহকরা।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার নীলমণিগঞ্জ বাজারের ওই প্রতিষ্ঠানটির কার্যালয় ও মালিকের বাড়িতে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় আদিয়ান মার্ট কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন গ্রাহকরা।

লোভনীয় অফারে বিভিন্ন ধরনের পণ্যের বিজ্ঞাপনের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের বিরুদ্ধে। এরপর অর্থ আত্মসাৎ অভিযোগে এক গ্রাহকের করা মামলায় প্রতিষ্ঠানটির সিইও জুবায়ের সিদ্দিক, তার বাবা আবু বকর সিদ্দিক, ভাই মাহমুদ সিদ্দিক ও ম্যানেজার মিনারুল ইসলামকে গ্রেফতার করে র‌্যাব।

সম্প্রতি সিইও ছাড়া সব আসামি জামিন পায়। জামিনের পাওয়ার পরেও পাওনা টাকা পরিশোধ না করায় আন্দোলন শুরু করেন গ্রাহকরা।

বিক্ষুব্ধ গ্রাহকরা জানান, হাজতবাসের পর থেকে আদিয়ান মার্ট পাওনা টাকা ফেরত দিতে নতুন করে টালবাহানা শুরু করেছে। কোম্পানির লোকজন টাকা দিতে অস্বীকৃতি জানাচ্ছে, তাই তাদের বাড়ি ও অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ