আন্তর্জাতিক ডেস্ক: করোনার নতুন ধরন ওমিক্রনের কারণেই বিপর্যয়ে পড়েছে বিশ্ব। সেই ধারাবাহিকতায় ভারতে প্রতিদিন করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। এর আগে এত দ্রুত করোনার সংক্রমণ বাড়তে দেখা যায়নি।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটের মধ্যে ভারতে টানা পঞ্চম দিনের মতো তিন লাখেরও বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। গত কিছুদিন শনাক্তের সংখ্যা বৃদ্ধি পেলেও আজ সামান্য কমেছে ভারতের দৈনিক করোনা শনাক্তের সংখ্যা।
সোমবার (২৪ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেয়া করোনা বুলেটিন অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা তিন লাখ ৬ হাজার ৬৪ জন, যা রবিবার ছিল তিন লাখ ৩৩ হাজার ৫৩৩ জন। একই সময়ে ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৩৯ জনের।

