জাগো বাংলাদেশ ডেস্ক: বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার হোসলা এলাকা থেকে মধু বাগচি (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় নিজ বসতবাড়ির পিছনে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) আলিমুজ্জামান রবিবার সকালে বলেন, খবর পেয়ে রাতেই মধু বাগচির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে মধু বাগচী কিভাবে মারা গেছেন। তবে তার পরিবার থেকে কোনো অভিযোগ দেয়নি।
জাগোবাংলাদেশ/এমআই

