চৌগাছায় স্বাস্থ্যকর্মী ও স্টকহোল্ডারদের তিনদিনের প্রশিক্ষণ সমাপ্ত

আরো পড়ুন

জাগো বাংলাদেশ ডেস্ক : যশোরের চৌগাছায় কোভিড-১৯ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে স্বাস্থ্যকর্মী ও স্টকহোল্ডারদের তিনদিনের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। শহরের মৃধাপাড়া মহিলা কলেজ সভাকক্ষে সোমবার (১৭ জানুয়ারি) সকাল থেকে শুরু হয়ে বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে এই প্রশিক্ষণের শেষ হয়।

স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কমিটি এই প্রশিক্ষণের আয়োজন করেন। প্রশিক্ষণে কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার।

বুধবার বিকেলে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরুফা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন যশোরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) হুসাইন শওকত।

অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ, চিকিৎসক ডা. তৌহিদুজ্জামান বক্তৃতা করেন। প্রশিক্ষণে স্বাস্থ্যকর্মী, ইমাম ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ