এক বিদ্যালয়ের সব শিক্ষকই করোনাভাইরাসে আক্রান্ত

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার লাকসাম উপজেলা সদরের পশ্চিমগাঁও সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষকই করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।

জানা যায়, ওই বিদ্যালয়ের আট শিক্ষকের সবাই নমুনা পরীক্ষা করলে করোনা পজেটিভ আসে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) প্রশাসন অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয়টি বন্ধ ঘোষণা করেছে।

প্রধান শিক্ষক শম্পা রানি সাহা জানান, তার প্রথম করোনা পজেটিভ আসে। এরপর বিষয়টি শিক্ষকদের জানালে স্কুলের সব শিক্ষক করোনা পরীক্ষা করেন। সবার রিপোর্ট পজেটিভ আসে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিদ্যালয় বন্ধ রাখতে বলেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়টি বন্ধ রাখা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ