জাগো বাংলাদেশ ডেস্ক : মণিরামপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগেছে। এতে বাসের চালকসহ ৫-৭ জন যাত্রী আহত হয়েছেন। বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।
রবিবার (১৬ জানুয়ারি) দুপুরে যশোর-চুকনগর সড়কের চালকিডাঙা নিমতলা নামকস্থানে এ ঘটনা ঘটে। এ সময় বাসের চালকসহ ৫-৭ জন যাত্রী আহত হয়েছেন।
খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের সামনের অংশ কেটে আটকে পড়া চালককে উদ্ধার করেন। পরে চালক মিজানুর রহমানসহ সোমা বিশ্বাস নামে এক যাত্রীকে মণিরামপুর হাসপাতালে নিয়ে আসেন তারা।
গাছের সাথে বাস চাপা খাওয়ায় চালক মিজানুর রহমানের ডান পা ভেঙে গেছে বলে জানা গেছে।
মণিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীনুর ইসলাম বলেন, দুপুরে সাতক্ষীরা থেকে যাত্রী নিয়ে একটি লাইন বাস (ঢাকা মেট্রো-ব- ১৫-০০৩৯) যশোরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে চালকিডাঙা বাজার পার হয়ে নিমতলা পৌঁছালে বাসের স্টিয়ারিং কেটে যায়। তখন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে।
জাগোবাংলাদেশ/এমআই

