ডেস্ক রিপোর্ট : যশোরের ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোস্তফা আনোয়ার পাশা জামাল পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন।
রবিবার (১৬ জানুয়ারি) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নৌকা প্রতীকে ৭ হাজার ৩৭৫ ভোট পেয়ে পনরায় মেয়র নির্বাচিত হয়েছেন মোস্তফা আনোয়ার পাশা জামাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইমরান হাসান সামাদ নিপুন কম্পিউটার প্রতীকে ৬ হাজার ১২৬ ভোট পেয়েছেন।
জাগোবাংদেশ/এমঅই

