শাবিপ্রবির উপাচার্যকে উদ্ধারে পুলিশ মোতায়েন

আরো পড়ুন

জাগো বাংলাদেশ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদকে অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ রবিবার (১৬ জানুয়ারি) বিকাল তিনটার সময় এই ঘটনা ঘটে।

উপাচার্যকে উদ্ধারে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। নিজ বাসভবনে ফেরার সময় আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যকে আইসিটি ভবনে অবরুদ্ধ করে রাখে। ভবনটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

অবরুদ্ধ থাকা অবস্থায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, ‌‘শিক্ষার্থীরা কীভাবে আমার ওপর আক্রমণ করতে পারলো? আমি এটা কল্পনাও করতে পারি নাই।’

তবে আক্রমণের অভিযোগ অস্বীকার করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা জানান, তাদের দাবি কখন মেনে নেওয়া হবে সেটাই জানতে চেয়েছিলেন তারা।

বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ কমিটির পদত্যাগসহ ৩ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণাও দেওয়া হয়েছে। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে অবস্থান নেওয়া আন্দোলনকারী শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।
ছাত্রীদের ৩ দফা দাবি হলো—

১. বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ কমিটির পদত্যাগ।

২. ছাত্রীবান্ধব ও দায়িত্বশীল প্রাধ্যক্ষ কমিটি নিয়োগ।

৩. যাবতীয় অব্যবস্থাপনা নির্মূল করে হলের সুস্থ-স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা।

গতকাল শনিবার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। পূর্বের দাবিগুলোর সাথে হামলার কঠোর শাস্তির দাবিও জানিয়েছে তারা।

জাগোবাংলাদেশ/এমই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ