ঢাকা অফিস: এলাকায় কোনো গৃহহীন মানুষ আছে কি না তা খুঁজে বের করতে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (১৬ জানুয়ারি) নবনির্মিত রংপুর বিভাগীয় কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন সরকারপ্রধান। অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। বিশেষ করে রংপুর বিভাগে সবচেয়ে বেশি ভূমিহীন ও দারিদ্র্যপীড়িত লোক ছিলো। ইতোমধ্যে আমরা আশ্রয়ণ প্রকল্পের ঘর করে দিয়েছি, জাতির পিতা যেটা শুরু করেছিলেন গুচ্ছগ্রাম-আদর্শ গ্রাম, সেই সঙ্গে আমাদের আশ্রয়ণ প্রকল্প। এখন আমাদের আর্থিক স্বচ্ছলতা বেড়েছে, আমরা উন্নত মানের ঘর দিচ্ছি।
জাগোবাংলাদেশ/এসএ

