সারাদেশে ২ থেকে ৩ ডিগ্রি কমবে তাপমাত্রা, বাড়বে শীতের তীব্রতা

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: সারাদেশে রাতের আবহাওয়া ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে শীতের তীব্রতা আরো বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আগামী ৩ দিন এমন শীত অব্যাহত থাকবে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, সারাদেশে দিনের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে রাতে তাপমাত্রা নিম্নগামী হয়ে শীতের তীব্রতা বাড়াবে। রাতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে আসবে।

তিনি বলেন, রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া উপজেলায় ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়ে। তবে সর্বোচ্চ তাপমাত্রা বিকেল ৩টার পর জানানো যাবে। তাপমাত্রা কমে আসায় দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। গতকালও কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ ছিলো। রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কমবে। রবিবার সকালে রংপুর, রাজশাহীসহ এই বিভাগের কিছু কিছু জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ দেখা যায়।

এই আবহাওয়াবিদ বলেন, চলতি মাসেই সারাদেশে তিনটি শৈত্যপ্রবাহ হতে পারে, যার মধ্যে একটি তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকতে পারে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসেও বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় সারাদেশে‌ বৃষ্টির সম্ভাবনা নেই।

অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ থাকবে। এর প্রভাবে সারাদেশেই রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

জাগোবাংলাদেশ/এসএ

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ