পুকুরে নেমে নিখোঁজ, ২১ ঘণ্টা পর কৃষকের লাশ উদ্ধার

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: যশোরের চৌগাছায় গরু গোসল করাতে পুকুরে নেমে নিখোঁজ কৃষক প্রহল্লাদ ঘোষের (৬০) লাশ সাড়ে একুশ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

শনিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ছোটকাকুড়িয়া গ্রামের আলাউদ্দিন মাস্টারের পুকুর থেকে তার লাশ উদ্ধার হয়।

তিনি স্বরূপদাহ ইউনিয়নের দিঘড়ী যুগলপাড়ার বাসিন্দা।

এরআগে শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত দশটা পর্যন্ত অভিযান চালিয়েও লাশ উদ্ধার না হওয়ায় শনিবার সকালে আবারো অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরীরা।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে বোরোর খেত তৈরির কাজ শেষে হালের গরু দুটি গোসল করাতে ওই পুকুরে নামেন প্রহল্লাদ ঘোষ। দুপুরে গরু দুটি বাড়িতে পৌঁছলেও প্রহল্লদ আর বাড়িতে ফেরেন নি। দুপুর গড়িয়ে বিকেলেও তিনি বাড়িতে না ফেরায় তাকে খোজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন।

এসময় গ্রামের একব্যক্তি জানান, তাকে হাল চাষ শেষে গরু গোসল করাতে পুকুরে নামতে দেখেছেন। পরে গ্রামের ১৮/২০ যুবক ওই পুকুরে নেমেও তার লাশ না পেয়ে চৌগাছা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। সেখান থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল পাঁচটার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুকুরের গভীরতা দেখে ফায়ার সাভির্সের ডুবুরী দলকে সংবাদ দেন। খুলনা থেকে ডুবুরী দলের সদস্যরা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটনাস্থলে পৌঁছে রাত দশটা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। লাশ উদ্ধার না হওয়ায় রাত দশটায় উদ্ধার কাজ স্থগিত রেখে শনিবার সকাল নয়টার দিকে আবারো উদ্ধার কাজ শুরু করে ডুবুরী দলের সদস্যরা। সকাল সাড়ে নয়টার দিকে তার লাশ উদ্ধার হয়। বেলা সাড়ে দশটার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান নূরুল কদরের উপস্থিতিতে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করে ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সদস্যরা। বেলা ১১টার দিকে নিহতের বাড়িতে যান চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) বাচ্চুর নেতৃত্বে পুলিশ সদস্যরা।

স্থানীয়রা আরো জানান, গরু গোসল করাতে নেয়ার আগে ভোর থেকে প্রহল্লাদ প্রায় বোরোর খেত তৈরির দশ বিঘা জমিতে মই (সমতল করার জন্য) দেন। স্থানীয়দের ধারণা গরু গোসল করানোর কোনো এক সময়ে তিনি পড়ে গিয়ে ডুবে যান। উদ্ধারের সময় গরু নিয়ন্ত্রণ করার লাঠি (পেচনি) তার হাতে ধরাই ছিলো।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, পরিবারের সদস্যদের আপত্তি না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি সমাহিত করার অনুমতি দেয়া হয়।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ