ডেস্ক রিপোর্ট: পটুয়াখালী জেলার গলাচিপায় রতনদী তালতলী ইউনিয়নের কাচারিকান্দা নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনা সুশান্ত শীল (৪৮) নামক একজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গলাচিপা ও উলানিয়া হাইওয়ে রোডের রতনদী তালতলী ইউনিয়নের কাচারিকান্দা নামক স্থানে সুশান্ত শীল বাড়ি থেকে গলাচিপা যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে।
পরে স্থানীয় লোকজন উদ্ধার করে গলাচিপা উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় শাখাঁরীয়া নামক স্থানে আসলে রাত ৮টার দিকে সুশান্ত শীলের মৃত্যু হয়।
গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকাত আনোয়ার বলেন, দুর্ঘটনা স্থান থানা পুলিশ পরিদর্শন করেন এবং মরদেহ ময়নাতদন্তের জন্যে নিয়ে আসতে চাইলে পরিবার ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা অনুরোধ করে মরদেহ নিয়ে যায়।
জাগোবাংলাদেশ/এমআই

