প্রতিনিধি: বাগেরহাট জেলায় প্রেমের টানে পালিয়ে যাওয়া ১০ম শ্রেণীতে পড়ুয়া কিশোর-কিশোরীকে উদ্ধার করেছে খুলনা র্যাব-৬ এর সদস্যরা।
শনিবার রাতে যশোর জেলা সদরের শংকরপুর এলাকার একটি বাড়ি থেকে পলাতক কিশোর শরণ বর্মণ ও তার প্রেমিকাকে উদ্ধার করা হয়। ২০ ডিাসেম্বর রাতে বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া এলাকার ওই কিশোর-কিশোরী প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে যায়। দুই দিন পর ২২ ডিসেম্বর সকালে কিশোরীর মা তার মেয়েকে অপহরণের অভিযোগ এনে আড়পাড়া এলাকার কিশোর শরণ বর্মণ (১৬) ও তার পিতা সাধন বর্মণকে আসামি করে বাগেরহাট সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এর আগের দিন পালিয়ে যাওয়ার পর কিশোরীর পরিবারের লোকেরা শরণ বর্মণের বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করে। তার পিতাকে মারধর এবং কুপিয়ে আঙ্গুল কেটে দেয়। এবিষয়টি বাগেরহাট পুলিশ সুপারের নজরে নেয়া হলেও এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
খুলনা র্যাব-৬ এর কর্মকর্তা পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম রবিবার সকালে সাংবাদিকদের বলেন, বাগেরহাট সদর থানার একটি অপহরণ মামলার সূত্র ধরে আমরা ভিকটিমকে উদ্ধারের জন্য কাজ শুরু করি। এক পর্যায়ে শনিবার রাতে যশোর জেলা সদরের শংকরপুর এলাকার আসামির পূর্ব পরিচিত একটি বাড়ি থেকে ভিকটিমকে উদ্ধার করি। আসামিকেও গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ভিকটিম ও আসামিকে বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
জাগোবাংলাদেশ/এমআই

