প্রতিনিধি : মহেশপুরে বড় ভাই তার আপন ছোট ভাইকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার কথা স্বাকার করেছে।
ইনামুল হক মন্ডল (৪১) নামের এক চা বিক্রেতাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন আপন ভাই আজানুর মন্ডল(৫০)। কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম এই কথা জানান।
শনিবার সকাল সাড়ে ১০টায় মহেশপুর থানা চত্তরে এক প্রেসব্রিফিংয়ে কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম জানান, নিজেদের জমি জমা নিয়ে বিরোধের কারনেই মেজো ভাই আজানুর মন্ডল ঘুমন্ত ছোট ভাই ইনামুল হক মন্ডলের মাথায় হাতুড়ী দিয়ে প্রথমে আঘাত করে।
পরে দু’ভায়ের মধ্যে বেশ কিছু সময় ধস্তা ধস্তি হয়। এক পর্যায়ে ঘাতক মেজো ভাই ছোট ভাইকে গলায় মাফলার দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
জাগোবাংলাদেশ/পি

