নতুন বছরে নতুন রূপে শাকিব খান

আরো পড়ুন

বিনোদন ডেস্ক: নতুন বছর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সুপারস্টার শাকিব খান। তিনি বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। নিউইয়র্ক থেকেই ভক্তদের জানিয়েছেন শুভেচ্ছা।

সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে আমরা পা রাখছি নতুন আরেকটি বছরে। নতুন বছরে আমরা চাই, মহামারি মুক্ত সুস্থ একটি দেশ। যেখানে প্রতিদিন রচিত হবে এগিয়ে যাবার নতুন নতুন গল্প।

ভিডিওতে শাকিব খানকে দেখা গেছে একেবারে ভিন্ন রূপে। গায়ে লং ব্লেজার, চোখে সানগ্লাস, মুখে চাপ দাঁড়ি আর চুলে দিয়েছেন নয়া ছাঁট।

এমন আকর্ষণীয় রূপে শাকিবকে দেখে মুগ্ধ তার ভক্তরা। মাত্র ১৪ ঘণ্টায় তার ভিডিওটিতে রিঅ্যাকশন পড়েছে ৫৯ হাজারের বেশি। ভিউ হয়েছে প্রায় ৪ লাখ।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব খান। সেখানে দুটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন তিনি। এরপর দেশটির নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। গ্রিন কার্ড পাওয়ার জন্য সেখানে তিনি আরও কয়েকমাস অবস্থান করবেন।

জাগোবাংলাদেশ/অইএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ